কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী, কটিয়াদীসহ তের উপজেলার বিভিন্ন হাওরে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করলেও প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে এলাকায় অভিযোগ উঠেছে। অথচ উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে প্রভাবশালী মহলটি বিভিন্ন নদী থেকে বালু উত্তোলন করছে প্রশাসনের নাকের ডগায়। গত রোববার একদল সাংবাদিক কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর পুরাতন ব্রহ্মপুত্র নদী হতে কুলিয়ারচর উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের গোবোরিয়া ফকিরপাড়া গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাশ থেকে সাফি মিয়াসহ তার তিন ভাই ও তার ছেলে আরিফুল ইসলাম গত কয়েকবছর ধরে বালি উত্তোলন করে কুলিয়ারচর তার গ্রামের বাড়ী গোবোরিয়া গ্রামের বালুর টেক দিচ্ছে। লোহাজুরী পুরাতন ব্রহ্মপুত্র পাশের নিরীহ বাসিন্দারা জানান, গোবারিয়া গ্রামের প্রভাবশালী সাফি মিয়ার ছেলে আরিফুল ইসলামের প্রভাবে মুখ খুলতে পারছেন না বলে তারা উল্লেখ করেন। লোহাজুরী ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা নাসির উদ্দিনকে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।