বিশ্ব কুষ্ঠ দিবসে 'এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি' এই প্রতিপাদ্যে নিয়ে জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.ফয়সাল নাহিদ পবিত্র। এ সময় বক্তব্য দেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জুয়েল হোসেন, চিকিৎসা কর্মকর্তা ডা. নূরে আলম, নার্সিং সুপারভাইজার মাসুমা খাতুন, উপজেলা সস্প্রসারিত ঠিকাদান কর্মসূচির এমটি (ইপি আই) মো.ছায়েম উদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্টানের বক্তারা জানান, গত এক বছরে জেলার কালাই উপজেলায় ১০ জন কুষ্ঠ রোগী শনাক্ত ও চিকিৎসা দেওয়া হয়েছে।