মুন্সীগঞ্জের গজারিয়ায় এক বৃদ্ধা চাদাঁ দিয়েও তার বাড়িতে দখলে থাকতে পারছেনা। কতিপয় ব্যাক্তি তাকে তার পৈত্রিক ভিটা হতে উচ্ছেদের হুমকি দিয়ে কৌশলে চাঁদাবাজি করে আসছে। ইতিমধ্যে ওই বৃদ্ধা চাদাঁবাজদের ২ লক্ষ টাকা দিলেও আরো টাকা দাবী করে ওই বৃদ্ধার ছেলেকে মারধর করছে চাদাঁবাজরা। গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নে করিমখাঁ গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার ইমামপুর গ্রামের আবুল হোসেন দেওয়ান তার পৈত্রিক ভিটায় থাকতে হলে চাদাঁ দিতে হবে বলে হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা হিসাবে আদায় করে নেয় করিমখাঁ গ্রামের খোকন, মিলন, হালিম, যশি ও কুদ্দুস। ফের পুনোরায় আবার তারা চাঁদা দাবি করে আবুল হোসেন দেওয়ানের কাছে। তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় আবুল হোসেন দেওয়ানের ছেলে আনোয়ার হোসেন দেওয়ানকে তারা মারধর করে। এ ঘটনায় ভুক্তভোগী আবুল হোসেন দেওয়ানের মেয়ে রাহিমা আক্তার একই গ্রামের খোকন মিলনসহ চারজনের নাম অন্তর্ভুক্ত করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগকারী রাহিমা আক্তার জানান, করিমখাঁ গ্রামের খোকন মিলন, হালিম, যশি ও কুদ্দুস আমাদের বাড়ি-ঘর জোর পূর্বকভাবে দখল করার জন্য পায়তারা করছে। এর আগে আমরা আমাদের বাড়িতে থাকতে হলে তাদের চাদাঁ দিতে হবে বলে আমাদের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা হিসাবে নেয়। আমরা তাদের ভয়ে টাকা দিতে বাধ্য হয়েছি। দুই লাখ টাকা নিয়েও তারা আবারো চাঁদা দাবি করে।তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় গত মঙ্গলবার লাঠি-সোটা নিয়ে আমার ভাই আনোয়ার হোসেন দেওয়ানের উপর হামলা করে খোকন মিলন, হালিম, যশি ও কুদ্দুস। পরে আমার ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আমার ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি
করে।
তিনি আরো জানান, ঘটনার পর গজারিয়া থানায় অভিযোগ দায়ের করলে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খাঁন জিতু বিষয়টি নিয়ে এলাকায় শালিস বৈঠক করে। শালিস বৈঠকে খোকন মিলন আমার ভাই আনোয়ার হোসেন দেওয়ানের কাছে মাফ চায়। বাকি তিনজন শালিস বৈঠকে উপস্থিত ছিলেন না। বাকি তিনজন ফের আমাদের কাছে চাঁদাদাবী করছে। আমরা তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এবিষয়ে গজারিয়া থানার পরিদর্শক তদন্ত মুক্তার হোসেন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান অবগত হওয়ার পর সালিশ বৈঠক করে
সমাধান করে দিয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খাঁন জিতু বলেন, ঘটনাটি জানার পর আমি উপস্থিত থেকে মিমাংসা করে দিয়েছি।