ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বুড়িশ্বর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে স্থানীয় শ্রীঘর হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো: হারুন অর রশীদের সভাপতিতে¦ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরী। সেচ্ছাসেবকলীগ নেতা তোফায়েল আহমেদ লিটনের পরিচালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা ছিলেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি অসিম কুমার পাল,সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: জিতু মিয়া, সাধারণ সম্পাদক মো: রতিফ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,বুড়িশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: সাহেব আলী মাষ্টার ও সাধারণ সম্পাদক মহরম আলী। সম্মেলনের বুড়িশ্বর ইউনিয়ন ও ওয়ার্ডের সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।