আসছে রমজানে সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের সর্তক করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, রমজানে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যর দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে। অন্যদিকে রমজান উপলক্ষে অসচ্ছল পরিবারগুলোকে টিসিবির পণ্য দেওয়া হবে দু’বার। রমজান শুরুর আগে ও রমজানের মাঝামাঝি এসব পণ্য দেওয়া হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য পণ্যের দাম এবার বাড়বে না বলে অনেক দিন থেকেই বাণিজ্য মন্ত্রী বক্তব্য দিয়ে আসছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, রমজান আসার আগেই নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। চাল, চিনি, ছোলা থেকে শুরু করে মাছ, মাংস, ডিম ও তরিতরকারি কোনো কিছুর দামই স্থিতিশীল নেই। বাণিজ্য মন্ত্রী বলেছিলেন, এবার রমজানের প্রস্তুতি হিসেবে অনেক আগে থেকেই নিত্যপন্য আমদানির ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে গণমাধ্যমে খবর এসেছে, নিত্যপণ্যের বড় বড় চালান বন্দরে এসে পৌঁছুলেও ব্যবসায়ীরা তা খালাস করতে পারছেন না। চালানের দাম বাংলাদেশী টাকায় ব্যাংকে পরিশোধ করা হলেও বিক্রেতা দেশকে ডলারে দাম পরিশোধ করতে দেরি করায় মাল খালাস করা সম্ভব হচ্ছে না। এর ফলে বন্দরের ভাড়া গুনতে হচ্ছে প্রতিদিন। যা বাংলাদেশী টাকায় বিরাট অংক। ব্যবসায়ীরা ব্যবসা করেন মুনাফার জন্য। আর সেই মুনাফার জন্যেই তারা সিন্ডিকেট করেন। এখন পণ্যের আমদানি মূল্যের সাথে বন্দরের অতিরিক্ত ভাড়াও যোগ করে মুনাফা করতে চাইবেন ব্যবসায়ীরা। তাহলে নিত্যপণ্যের দাম কি করে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আর তার চাপই বা ভোক্তা পর্যায়ে কি ভাবে সামাল হবে? এমনিতেই জ্বালানী তেলের দাম বাড়ার ফলে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। যার ভার জনগণের পক্ষে বহন করা খুবই কঠিন হয়ে উঠেছে। এরপর মরার উপর খরার ঘা হয়ে এসেছে এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ায়। অর্থনীতির এ চাপ সহ্য করা সাধারণ মানুষের পক্ষে কঠিন হলেও সরকার দলীয় মন্ত্রী, নেতারা গালভরা বক্তব্য দিচ্ছেন। যা শুনে খুব বিরক্ত। প্রতিবছর রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম বাড়াবার একটা প্রবণতা দেখা যায়। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। কিন্তু এবার অর্থনীতির চাপটা অনেক বেশি। তাই সরকারের উচিৎ, কথা নয় কাজে আন্তরিক হয়ে পবিত্র রমজান পালনে জনগণকে সাহায্য করা। গণতান্ত্রিক সরকার সব সময় জনগণ বান্ধব হয়ে থাকে। তাই জনগণের প্রয়োজনে অনেক ক্ষেত্রেই ভর্তুকি দেওয়ার রেওয়াজ আছে। তাছাড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেও নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব। কিন্তু দু:খ জনক হলেও সত্য সিন্ডিকেট নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় নি। বিচ্ছিন্ন ভাবে দু’চারটি ক্ষেত্রে গোডাউনে পণ্য স্টক করা পণ্য উদ্ধার করা ছাড়া। অন্যদিকে টিসিবির যে পণ্য কম দামে দেওয়ার অধিকাংশ ক্ষেত্রে চাহিদার তুলনায় তা অপ্রতুল। কাজেই এ ক্ষেত্রেও যোগান বাড়াতে হবে।