বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, পুলিশ বাঁধা দেয়, আওয়ামী লীগ পাহারা দেয় এরপরও জনগণের বাঁধ ভাঙা জোয়ার ঠেকানো গেল না। ময়মনসিংহে জনতার ঢল নেমেছে। পাকিস্তানের কারাগারে থেকে শেখ মুজিব মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতে পারেন, তাহলে টেমস নদীর তীরে বসে তারেক রহমান জনগণের অধিকার আদায় ও গনতন্ত্রের জন্য নেতৃত্ব দিতে দোষের কিছু না। তিনি বলেন, কথা দিয়ে কথা রাখেনি এই সরকার। এত বড় চোর আর চোরের মা থাকবে না। আগামী এক মাসের মধ্যে এই সরকার বিদায় হবে। সময় থাকতে গণতন্ত্রে একদল বলতে কিছু নেই। আওয়ামী লীগের শেখ হাসিনার পরে কে প্রধানমন্ত্রী হবেন কেউ নেই। বিএনপির দুই জন প্রধানমন্ত্রী আছেন। সামনের মাস ফেব্রুয়ারী পরের মাস মার্চ। আর মার্চ মাস যুদ্ধের মাস সুতরাং এই মার্চ মাসের মধ্যেই এই সরকার বিদায় হবে। এই কথা আপনারা লিখে নেন। বুধবার বিকেলে নগরীর দলীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা দাবি ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, এ বি সিদ্দিকুর রহমান, আল ফাত্তাহ মো. হান্নান খান, ডা. মোফাখরুল হক রানা, আকতারুল আলম ফারুক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, এ কে এম মাহবুবুল আলম, এনামুল হক আকন্দ লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ পরিচালনা করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। সমাবেশের আগে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের হাজারো নেতাকর্মী মিছিল সহকারে যোগদান করেন।