নীলফামারীর সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান এর বাবা মোঃ মোখলেসুর রহমান আর নেই। তিনি চিকিৎসাধীন অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের নামাজে জানাযা তাঁর নিজ বাসভবন দীগলডাঙ্গী গ্রামে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ছেলে, মেয়ে,আত্মীয় স্বজন,বন্ধু বান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন,সহসভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব রাশেদুজ্জামান রাশেদ,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এস এম ওবায়দুর রহমান, বনিক সমিতির সভাপতি ইদ্রিস আলি,মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আইউব আলি সরকার, সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান,বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সৈয়দপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলামসহ অনেকে।
তারা মরহুমদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।