ঠাকুরগাঁওয়ের হরিপুরে শীতার্ত মানুষের মাঝে ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলামের পুত্র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজনের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে হরিপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম পুষ্প, হরিপুর মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, জেলা পরিষদের সদস্য আনিসুজ্জামান শান্ত, সাবিনা ইয়াসমিন রিপা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, হরিপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোকাররমা পারভীন বাবলী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।