ভোলাহাটে টিএমএসএস এনজিও সংস্থা ৩’শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৪ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টার দিকে রামেশ^র হাই স্কুল মাঠে রামেশ^র হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভোলঅহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, টিএমএসএস রাজশাহী বিভাগীয় প্রধান উপপরিচালক এসএম বাবুল, চাঁপাইনবাবগঞ্জ জোন প্রধান ওয়াকিল আহম্মেদ, গোমস্তাপুর অঞ্চল প্রধান মোঃ কাহার সিদ্দিক, ভোলাহাট শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপজেলার ৩’শ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।