ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কৃমি ক্যাপসুল খাওয়ায়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সভাপত্বিতে স্বাস্থ্য পরিদর্শক রতন চন্দ্র ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম,সাবেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা অমরেন্দুলাল রায়,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইকবাল মিয়া,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস,মেডিকেল অফিসার ডাঃ আশিক সীমান্ত,উই আর সি ইন্সট্্রাক্টর জিন্নাতুল নাহার,সাংবাদিক সুজিত চক্রবর্তী,সাংবাদিক আকতার হোসেন ভূইয়া,মেডিকেল টেকনোলজিষ্ট(ইপিআই)শাখাওয়াত হোসেন। এ সময় সরকারি কর্মকর্তা,সাংবাদিক,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় জানান,উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত(৫-১৬) বছরের সকল শিশুকে একটি করে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে। তিনি এ ব্যাপারে শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেন।