পঞ্চগড়ের বোদায় মেসার্স ভাই ভাই অটোগ্যাস ষ্টেশনের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি। শনিবার দুপুরে বোদা পৌর শহরের ফায়ার সার্ভিস এশিয়ান হাইওয়ে রোড সংলগ্ন মেসার্স ভাই ভাই অটোগ্যাস ষ্টেশন এ- কনভার্স সেন্টারের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথমন্ত্রী এ্যাড. নরুল ইসলাম সুজন। প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযাদ্ধা আবদুর রউফ এর সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, নর্বনির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব আজাহার আলী। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী বোদা সদর ইউনিয়ন পরিষদে ও চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদে প্রায় ৪শতাধিক শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।