মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে'র এসএসসি-২০০০ ব্যাচ বন্ধুদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঢাকাণ্ডচট্টগ্রাম মহাসড়কে ভবেরচর এলাকায় ফিদা ফিলিং স্টেশন সংলগ্ন সুরের আড্ডা গার্ডেনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বন্ধুদের এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে ৫০ জনের ও বেশি শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ নিয়ে অংশগ্রহণ করেন।
কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে
সৃতিচারণ করে বন্ধুদের পরিচিতির পর্ব শেষে নাচ,গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একের এক গান পরিবেশন করে মঞ্চে দর্শক মাতান জনপ্রিয় সংগীত শিল্পী সুরমি আক্তার লিজা। সবশেষে ছিল রেফেল ড্র।
উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে'র সহকারী শিক্ষক আবুল হোসেন সরকার, দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম নান্টু, মিত্র বাবু প্রমুখ।
২০০০ এসএসসি ব্যাচ বন্ধু মো. রিয়াজুল ইসলাম সেতু ও মাহবুব হাসান এর উপস্থাপনায় শিক্ষকগণ তাদের আবেগ ঘন সৃতিস্বরণের বক্তব্যসহ তাদের মূল্যবান দিক নির্দেশনার বক্তব্য দেন।
এসময় পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন- মো.সোহেল হোসেন, সাখাওয়াত হোসেন হিমেল,শাহরিয়ার হাসান টিপু, আবুল হোসেন, সুমন দাশ, আবু সালেক, সুজন সাহা, মোশাররফ হোসেন, জাহাঙ্গীর আলম, সবুজ হোসেন, ফাতেমা আক্তার, সুরাইয়া আক্তার প্রমুখ।