নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। বুধবার দুপুর ১ টায় হাতিয়ার আফাজিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, আটককৃত মাদক কারবারি শাহিন (২৩) চরইশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আফাজিয়া বাজার থেকে শাহিনকে আটক করে। এ সময় তার নিকট থেকে ১২০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।