কিশোরগঞ্জে দুইদিনব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশন এর আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহায়তায় সমাপনী নুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। সদর উপজেলার নিবাহী অফিসার মুহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আ.সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ রুকন উদ্দিন ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এবিএম লুতফর রাশিদ রানা, জেলা ক্রীড়া অফিসার মুহাম্মদ নুরে এলাহীসহ ক্রীড়া সংস্থার ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, খেলুয়ারবন্দ,সাংবাদিক ও গগণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।