পার্বত্য অঞ্চলে অসন্তুষ্টি হওয়ার মতো অনেক গুলো বিষয় ঘটেছে। সব বিষয়গুলো বিবেচনা করে পার্বত্য অঞ্চলের মানবাধিকার লংঘনের বিষয়ে মানবাধিকার কমিশনের সুস্পষ্ট ভূমিকা থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে মানবাধিকার কমিশন ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন।
বুধবার (১৮ জানুয়ারী) দুপুর ১২টায় পাহাড়ের পরিস্থিতি নিয়ে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে রাঙ্গামাটিতে গণশুনানীতে চেয়ারম্যান এই কথা বলেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব নারায়ন চন্দ্র সরকার, কমিশনের সংরক্ষিত সদস্য সেলিম রেজা, সদস্য কাওসার আহমেদ, সদস্য কংজরী চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমূখ।
গণশুনানীর শুরুতে প্রাথমিক আলোচনা শেষে গণশুনানী পরিচালনা করেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, বিভিন্ন সম্প্রদায়ের সাথে আলাপ করে আমরা বুঝতে পারছি পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা চাই একটি সমৃদ্ধশীল সোহার্দপূর্ণ পার্বত্য চট্টগ্রাম গড়ে উঠুক। সকল সম্প্রদায়ের মানুষ-জন অসাম্প্রদায়িক মতাদর্শে একই সাথে বসবাস করুক৷ আমরা চাই না পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘিত হোক। এই লক্ষ্যে সকলের মতামতের সুপারিশ মালা আমরা সরকারকে প্রেরণ করবো।
গণশুনানীতে তিন পার্বত্য জেলা থেকে আগত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন, উপজেরার চেয়ারম্যান, হেডম্যান, কার্বারীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করে তাদের বক্তব্য প্রদান করেন।