পঞ্চগড়ের বোদায় দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা সাড়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। পরিরেশ অধিদপ্তরে আইন অমান্য করায় মঙ্গলবার দুপুরে উপজেলার ভাসাইনগর পৌর এমএমএল ইটভাটায় ৫০ হাজার টাকা এবং বিবি ব্রিক্স ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা প্রদান করেন পঞ্চগড় জেলা প্রশাসন কার্যালয়ের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রাব্বী ও পরিবেশ অধিদপ্তরের রংপুর এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। এ সময় অবৈধভাবে নির্মিত বিবি ব্রিক্স ইটভাটার প্রচীর ভেঙ্গে ফেলা হয়। এ সময় ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের এক সদস্যরা উপস্থিত ছিলেন।