নোয়াখালীর সেনবাগ পৌরসভায় স্থায়ী জলাবন্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু হয়েছে। সোমবার সকালে সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে আনুষ্ঠানিকভাবে সেনবাগ পৌরসভার ১নং বাতানিয়া ওয়ার্ডে এ ড্রেন নির্মাণের কাজ উদ্বোধন করেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল।
এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল আনসার, জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের মোঃ মামুন, ঠিকাদারি প্রতিষ্ঠানের আবদুল গনি, নূর নবী, মোস্তাফিজুর রহমান, আবুল বাসার, জহিরুল আলম, সেনবাগ প্রেসক্লােেবর সভাপতি খোরশেদ আলম, কাউন্সিলর বেলাল হোসেন, বদরুল হোসেন, কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, মো. হেভেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল বলেন- আশাকরি সেনবাগ পৌরসভায় এতোদিনের স্থায়ী জলাবন্ধতা পরিকল্পিত এ ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের কারণে দূরিভুত হবে। এতে এলাকার সব ধরনের জনসাধারন এ সুবিধা ভোগ করবে। তিনি পর্যায়ক্রমে সেনবাগ পৌরসভার সকল ওয়ার্ড থেকে স্থায়ী জলাবন্ধতা নিরসরে কাজ করবেন বলে ঘোষনা দেন।