ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে চারটি দোকানঘর ভস্মীভূত হয়েছে। শনিবার রাত ২ টার দিকে পৌর শহরের শিলাসী আউট সিগনাল এলাকায় কাশেম বিএসসির মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছু পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে পুড়ে যাওয়া এতে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার রাতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে যখন অগ্নিকাণ্ড ঘটে তখন স্থানীয় লোকজন ঘুমিয়ে ছিল। মার্কেটের ব্যবসায়ী মানিক ও বাদলের ২টি করে ৪ দোকানে মনোহারী, গ্যাসের বোতল ও চাউল ছিল। প্রতিদিনের মতো রাতে তাঁরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যাওয়ার পর রাত অনুমান ২ টার দিকে মানিকের দোকানে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে আগুন বাদলের ২ দোকানেও ছড়িয়ে পরে। টের পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু নিমিষেই দোকানে থাকায় মনোহারী, চাউল, গ্যাস ও নগদঅর্থসহ চারটি দোকানঘর ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মানিক ও বাদল জানান, আগুনে তাদের দোকানে সব পুড়ে ছাই হয়ে যায়। এতে দুজনের প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, দোকানে আগুন লাগার সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রন করে। গফরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ রাম প্রাসাদ পাল বলেন, ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে। চারটি দোকানে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছে।