যশোরের ঝিকরগাছা উপজেলায় ধান-চাল সংগ্রহ অভিযানের প্রায় দুই মাস পার হয়েছে। সরকারি খাদ্য গুদামে লটারি বিজয়ী ২১২ জন কৃষকের কেউ ধান বিক্রি করেনি। তবে প্রায় অর্ধেক পরিমাণ চাল সরকারি গুদামে বিক্রি করেছেন মিলারগন। ধান এবং চালের বাজার মূল্যের চেয়ে সরকারি মূল্য কম হওয়ার এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে ধান বিক্রিতে কৃষকদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কৌশল নিয়েছেন বলে জানান।
২০২২ - ২০২৩ অর্থ বছরের আমন ধান এবং চাল সংগ্রহে ঝিকরগাছা উপজেলা খাদ্য গুদামে ৬৩৭ মেট্রিক টন ধান এবং ৫৩৮ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২২ সালের ১৭ নভেম্বর কৃষক এবং মিলারদের কাছ থেকে ধান - চাল ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সংগ্রহ অভিযান শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারী।
সরকার নির্ধারিত ধানের মূল্য প্রতি কেজি ২৮ টাকা এবং চাল প্রতি কেজি ৪২ টাকা। অথচ খোলা বাজারে ধান বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ - ৩১ টাকা। এ কারণে সাধারণ কৃষকেরা সরকারি খাদ্য গুদামে ধান বিক্রিতে আগ্রহ হারিয়ে ফেলেছে।
লটারি বিজয়ী কৃষক সহিদ জানান, খোলা বাজারের চেয়ে সরকারি খাদ্য গুদামে ধানের মূল্য ১ - ২ টাকা কম হওয়ায় আমরা খোলা বাজারে বিক্রি করছি।
অন্যদিকে চাল সংগ্রহের ৫৩৮ মেট্রিক টনের মধ্যে ইতোমধ্যে ২০৮ মেট্রিক টন চাল ক্রয় হয়েছে। এ ব্যাপারে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ আহম্মেদ কালের কন্ঠ'কে জানান - তালিকাভুক্ত ৭ জন মিলারের (চালের মিল মালিক) মধ্যে এসেনশিয়াল অটো ১৩৪ মেট্রিক টন, আল আমিন অটো ৬৫ মেট্রিক টন এবং আবদুল খালেক রাইচ মিল ৯ মেট্রিক টন সহ সর্বমোট ২০৮ মেট্রিক টন চাল খাদ্য গুদামে বিক্রি করেছেন। তিনি আরও বলেন, ধান চাল সংগ্রহে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট বিক্রেতাগন বলেন- চাল বিক্রিতে তারা মুনাফা বঞ্চিত হয়েছেন। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান কালের কন্ঠ'কে জানান - এবার অন লাইনে ২৭৬ জন কৃষক ধান বিক্রির জন্য আবেদন করেছিলেন। লটারির মাধ্যমে ২১২ জন কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু কেউ আমাদের কাছে ধান বিক্রি করেননি। খোলা বাজারে কৃষকেরা ২৯ - ৩০ টাকা কেজি দরে ধান বিক্রি হওয়ায় সরকারি গুদামে ধান বিক্রিতে আগ্রহ হারিয়েছেন। তবে আমরা কৃষকদেরকে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রিতে আগ্রহ সৃষ্টির চেষ্টা করছি।