যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুর গ্রামের কৃষক শাহাদত আলী সরদারের বাড়ি থেকে খেঁকশিয়াল নিয়ে গেলেন বনকর্তা রেঞ্জার অফিসার। আজ (১২ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে এ বিষয় নিশ্চিত করেছেন রেঞ্জার অফিসার এস এম মিজানুর রহমান। কৃষক শাহাদত হোসেন (৬৫) বন বিভাগের কাছে হস্তান্তর না করে তার এলাকার বাগানে পোষা খেঁকশিয়াল ছেড়ে দিতে চান বলে জানিয়েছেন।
দীর্ঘ ৯ মাস সেবা যতেœর মাধ্যমে কৃষক শাহাদত হোসেন সরদারের (৬৫) সাথে বন্ধুত্ব গড়ে উঠেছিল পোষা খেঁকশিয়ালের সাথে। বৃহস্পতিবার বনবিভাগের বাগান মালী সোলাইমান গাজী এবং অফিস সহায়ক রায়হান বিশ্বাস এসেছেন খেঁকশিয়াল নিতে।
সোলাইমান গাজী জানান - রেঞ্জার অফিসারের নির্দেশেই আমরা খেঁকশিয়াল নিতে এসেছি।
রেঞ্জার অফিসার এস এম মিজানুর রহমান জানান - এলাকার মানুষ আমার পাঠানো বন বিভাগের কর্মচারীদের কাছে খেঁকশিয়াল হস্তান্তর করতে রাজি হচ্ছিলো না। তাই আমি নিজে এসে খেঁকশিয়াল নিয়ে গেলাম। একে কিছু দিন কোয়ারান্টাইন এ রেখে বাগানে অবমুক্ত করবো।
কৃষক শাহাদত আলী সরদার বলেন - আমি আমার এলাকায় খেঁকশিয়াল ছেড়ে দিতে চাই। অন্য কোথাও ছেড়ে দিলে বন্য খেঁকশিয়ালের আক্রমণে সে মারা যাবে।
ওই গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ইউ পি সদস্য শেখ আনোয়ারুল ইসলাম রিফার বলেন - খেঁকশিয়াল আমাদের এলাকায় অবমুক্ত করা হোক।