নাসিরনগরে সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের হরিণবেড় বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হরিপুর ইউনিয়নের হরিণবেড় নাজমা ভবনে সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের হরিণবেড় বাজার আউটলেট শাখার ভার্চুয়ালি উদ্বোধন করেন সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. মো: মাহবুব উল আলম। সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড এমডি জাফর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড ভাইস প্রেসিন্ডেট ও ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক আবদুল মোখলেছ ভূইয়া,হরিপুর ইউপি চেয়ারম্যান মো: ফারুক মিয়া,এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এ্যাসিস্ট্যান্ট কর্মকর্তা ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড হরিণবেড় বাজার আউটলেট শাখার স্বত্বাধিকারী র্স্বনালী আক্তার।
হরিপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ আরিফ হোসেন মুকিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন.হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইলিয়াছ মিয়া,হরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,ব্যবসায়ী খোকন মিয়া,উপজেলা যুবলীগ নেতা ফয়েজ আহমেদ,শরিফ হাসান নয়ন,হরিপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি দোলন খান। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ হোসাইন আহমেদ। এ সময় স্থানীয় ব্যবসায়ী,পেশাজীবী,সোশ্যাল ইসলামি ব্যাংকের শুভাকাঙ্খী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড ভাইস প্রেসিন্ডেট ও ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক আবদুল মোখলেছ ভূইয়া বলেন ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সোশ্যাল ইসলামি ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহনের জন্য সকলের প্রতি আহবান জানান।