যশোরের অভয়নগর উপজেলার আড়পাড়া সৈয়েদিয়া বালিকা দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড এর শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন বিধি মোতাবেক ১১ই জানুয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ম্যানেজিং কমিটি গঠন করা হয়। এ সময় নব নির্বাচিত অভিভাবক সদস্যদের ভোটে সভাপতি হয়েছেন মো. জালাল। এর আগে মাদ্রাসা শিক্ষা বোর্ড এর শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন বিধি মোতাবেক মাদ্রাসায় ৯ই জানুয়ারী ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এ সময় নির্বাচনে জয় লাভ করেন। তারা হলেন, অভিভাবক সদস্য মো. মতিয়ার রহমান দফাদার, তাহের মোল্যা, মো. হামিদুল ইসলাম, এবতেদায়ী শাখার অভিভাবক সদস্য মো. হুমায়ুন কবির, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আনজুরা বেগম।