মঙ্গলবার বিকেলে সাগরদাঁড়ি মধু মঞ্চে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯ তম জন্ম জয়ন্তি ও সপ্তাব্যাপী মধুমেলার আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। যশোরের জেলা প্রশাসক ও মধুমেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম ্রাফাতদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার আশেক মাহমুদ সুজা মামুন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভাপর মেয়র রফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) মোঃ আরিফুজ্জামান,কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান প্রমুখ। সভায় সপ্তাহব্যাপী মেলা উদযাপনে মেলার মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোর দার করার সিদ্ধান্ত গৃহিত হয়।