চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মুক্ত মহাদল স্কাউটস গ্রুপের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে কেট কাটা, আলোচনাসভা ও নৈশভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় সভাপতিত্ব করেন রহনপুর মুক্ত মহাদলের সভাপতি শারফুদ্দীন আহমদ। প্রধান অতিথি ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সম্পাদক মফিজ আহমেদ নাসিম। অনুষ্ঠানে বক্তব্য দেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবদুল মতিন, বাংলাদেশ স্কাউটস গোমস্তাপুর শাখার সম্পাদক জাহাঙ্গীর আলি,বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার আবদুল কাইউম সাবেক সম্পাদক নুরুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ নাজিমউদ্দীন হীরাসহ অন্যরা। আলোচনা শেষে কেকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ ছাড়া রাতে স্মৃতিচারনমূলক আলোচনা ও নৈশভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য ১৯৮০ সালের ১০ জানুয়ারি মুক্ত মহাদল সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।