গলাচিপায় পায়রা-কুয়াকাটা এলাকায় ইকো-ট্যুরিজম ভিত্তিক উন্নয়ন প্রকল্পের আওতায় কৌশলগত পরিবেশ মূল্যায়ন নিরূপণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি পাবলিক ট্রাস্ট সেন্টার ফর এনভায়রনমেন্টাল এ- জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পায়রা প্রকল্পের সিনিয়র প্লানার ও প্রকল্প ব্যবস্থাপক উদয় শংকর দাস। সিইজিআইএস এর স্পেশালিস্ট মো. ফয়সাল আহমেদের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, গলাচিপা বণিক সমিতির সভাপতি হাজী মো. শাহজাহান, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু ও মো. মাসুদ রানা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস সালমা ওয়াহিদ প্রমুখ।এছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।প্রকল্পের আওতায় পটুয়াখালী ও বরগুনা জেলার ৭টি উপজেলা অন্তর্ভুক্ত। গলাচিপা উপজেলার বঙ্গবন্ধু উপ-শহর, পানপট্টি লঞ্চঘাট, চর কারফারমা, চর কাজল গ্যাস ফিল্ডসহ বিভিন্ন স্থানের উন্নয়নের মাধ্যমে দর্শনীয় স্থান গড়ে তোলার মাধ্যমে পর্যটন শিল্পকে আকর্ষনীয় করে তোলার জন্য সভায় বিস্তারিত আলোচনা হয়।