কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীত নিবারন করতে পারছে না ছিন্নমূল, গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষরা। ঠিক সেই সময়ে মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর বড় ভাই ডা: তপন ফাউন্ডেশনের ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরনের উদ্যোগ নেয়।
প্রতি বছরের ন্যায় এবারেও ডা: তপন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পাশাপাশি নিজ অর্থায়নে ব্যক্তি উদ্যোগে হোসেন্দী ইউনিয়নের সবগুলো গ্রামে অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তারা।
মঙ্গলবার ঘন কুয়াশার মধ্যে হোসেন্দী ইউনিয়ন পরিষদে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কালে হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, সারা দেশের মতো গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে আজ এক হাজার মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছি। জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়তে হলে জন প্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে। তাই সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে স্থানীয় সরকারের অধীনস্থ হোসেন্দী ইউনিয়ন পরিষদ জনগণের পাশে রয়েছে।
তিনি আরও বলেন, শীতার্তদের শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। হোসেন্দী ইউনিয়নের সবগুলো গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় হোসেন্দী ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য গন উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক রিয়াজুল হক রুবেল, ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন, নবী হোসেন মেম্বার, সাইদ হাসান পিন্ট মেম্বার, আনিসুল হক শাকিল মেম্বার, জাহানারা আক্তার মেম্বার, জোসনা আক্তার সাবেক মেম্বার প্রমুখ
শীত বস্ত্র গ্রহণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব নারী জ্যোৎস্না বেগম বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ও ডা: তপন ফাউন্ডেশনের উদ্যোগে দেয়া কম্বল পেয়ে সেই কষ্ট লাঘব হবে।