কিশোরগঞ্জের সমাজকর্মী যুব সংগঠক আমিনুল হক সাদীর উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়ায় অবস্থিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষন পাঠাগাওে স্বেচ্ছাসেবী সংস্থা যুব উন্নয়ন পরিষদ ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম আবদুল কাদির ভূঞা, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী,কিশোরগঞ্জ আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক ভূঞা, ইসরাইল মেহেরেুন্নছা ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ ইসরাঈল মিয়া। যুব উন্নয়ন পরিষদ ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ আমিনুল হক সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন, সংগঠনের কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন মানিক, লোকজ শিল্পী ফিরুজ সাই, হৃদয় মিয়া ও মুহিবুল্লাহ প্রমুখ।
পরে সংগঠনদ্বয়ের পক্ষ থেকে শাীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ও আর্থিক সহায়তা করা হয়। এ সময় সংগঠনদ্বয়ের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।