সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। যশোরের চৌগাছায় সিংহঝুলী ও চৌগাছা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করার সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এবার পালা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। এজন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে, সরকারের উন্নয়নের চিত্র মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
শনিবার (৭ জানুয়ারি) তিনি চৌগাছার সিংহঝুলী ও চৌগাছা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ করেন। এ ছাড়া তিনি সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়া তিনি ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে তার ও পরিবারের খোঁজখবর নেন এবং মৃত আওয়ামী লীগ নেতাকর্মীদের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের খোঁজ নেন। প্রচন্ড শীতের মধ্যে সাবেক এই প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে আওয়ামী লীগ কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন, তার ছেলে যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা আশিষ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহাবুদ্দীন (বড় মিয়া), ছাত্রলীগ নেতা আকিব বেন ইয়ামিন প্রমূখ।