নিখোঁজের এক সপ্তাহেও সন্ধান মেলেনি কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের শ্রীফলিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী আছিয়া খাতুনের ছেলে মাদ্রাসা ছাত্র মোহাম্মদ ফয়সালের (১২)। ফয়সাল একই উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী বাজার আবদুল কাদের জিলানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। গত রোববার নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
নিখোঁজ ফয়সালের পারিবারিক সূত্র জানায়, গত পহেলা জানুয়ারী রোববার ফয়সালকে নিয়ে তার নানি শরিফা খাতুন উপজেলার মাহিনী বাজার আবদুল কাদের জিলানী হাফিজিয়া মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হলে স্থানীয় শ্রীফলিয়া বাজারে এসে ফয়সাল বাজারে একটু কাজ আছে বলে নানিকে দাঁড় করিয়ে রেখে আর না আসায় অনেকক্ষণ অপেক্ষা করে তিনি বাড়িতে চলে যান। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও ফয়সালের কোন সন্ধান না পেয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। নিখোঁজ ফয়সালের ১ বছর বয়সে তার পিতা সিলেট জেলার হবিগঞ্জের আবদুর রহমান তার প্রতিবন্ধী মা ও তাকে রেখে নিরুদ্দেশ হয়ে যান। এরপর থেকে প্রতিবন্ধী আছিয়া ছেলেকে নিয়ে দুবাই প্রবাসী ভাই আমিরুল ইসলাম ও মিজানুর রহমানের সহযোগীতায় বাবার বাড়িতে বসবাস করে আসছে। ফয়সাল নিখোঁজের ঘটনায় রোববার নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান নিখোঁজ ফয়সালের নানি শরিফা খাতুন।
ফয়সালের প্রতিবন্ধী মা আছিয়া খাতুন বলেন, আমার ছেলে ফয়সালকে মাদ্রাসায় নেয়ার জন্য আমার মা তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে আমাদের গ্রামের বাজারে গিয়ে ফয়সাল আমার মাকে দাঁড় করিয়ে রেখে কোথায় চলে গেছে। আজকে ৭দিন আমার ছেলেটার কোন সন্ধান পাচ্ছি না। সবার কাছে অনুরোধ আমার ছেলেটার কোন খোঁজ পেলে আমাদের ০১৮৬২-১৯৪৩৯৫ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।