যশোরের অভয়নগর উপজেলার কৃতী সন্তান মোবারক হোসেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দক্ষিণ এশিয়ার বৃহৎ সাংবাদিক সংগঠন।
উপজেলার মহাকাল গ্রামের কৃতী সন্তান মোবারক হোসেন একজন সমাজসেবীও বটে। তিনি ইংরেজি দৈনিক গুড মর্নিং পত্রিকায় সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে ২২ বছর যাবত চাকরি করছেন। তিনি মহাকাল হাই স্কুল ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে লেখাপড়া করেছেন।
গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনটির নিজ কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। কমিটিতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২৩-২০২৪ সেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে ইন্দ্রজিৎ কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক পদে কাজী বোরহান উদ্দিন নির্বাচিত হয়েছেন। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
মোবারক হোসেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় এলাকায় আনন্দ বিরাজ করছে। তার এই সাফল্যে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।