মৌলভীবাজারের রাজনগরে ইয়াং টাগার্স ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউ কে (বিডি) শাখার আয়োজনে ও কোয়াব রাজনগরের৷সার্বিক সহযোগিতায় ওই টুর্নামেন্ট ৫ জানুয়ারি ( বৃহস্পতিবার সকাল ১১ টায় উদ্বোধন করেন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে সভাপতি আবদুল হান্নান তরফদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে প্রতিষ্টাতা সভাপতি ও লন্ডন চেম্বার অব কমার্সের চেয়ারম্যান সাইদুর রহমান রেনু। সভাপতিত্ব করেন সভাপতি ছালিক আহমদ সিদ্দিকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, ওয়েলফেয়ার সোসাইটি ইউকে বিডির সিনিয়র সহ সভাপতি ফরজান আহমদ, আকলু মিয়া চৌধুরী, আউয়াল কালাম বেগ, আশরাফ্জ্জুামান খান নাহাজ, নিবারন ঘোষ ভজন শংকর দুলাল দেব, জোহির আহমদ, শা পাপলু এছাড়াও উপস্থিত ছিলেন হারুন মিয়া ( যুগ্ন সাধারণ সম্পাদক ), হাকিবুর রহমান ছুনু (সহ সাংগঠনিক সম্পাদক), প্রমুখ।