কুমিল্লার নাঙ্গলকোট সুহৃদ-বিএনএফ কর্তৃক আয়োজিত ওয়েল্ডিং প্রশিক্ষণ কর্মশালা বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ ড. একেএম হারুন-অর-রশিদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রায়হান মেহেবুব।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশিক্ষক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার নেছার আহমেদ, ইঞ্জিনিয়ার এইচ মাহবুবুর রহমান ভূইয়া, ইঞ্জিনিয়ার শাহাব উদ্দীন ও সমন্বয়ক হায়াতুন্নবী মানিক সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। উদ্বোধনী কর্মশালায় বক্তাগণ কারিগরি শিক্ষার বিভিন্ন দিক ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। ওই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে শিক্ষার্থীদের দক্ষ হয়ে দেশ বিদেশে কর্মক্ষেত্রে অবদান রাখতে পারবেন বলেন বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।