বরগুনার বামনা উপজেলার পূর্বসফিপুর গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে টাকার প্রলোভন দেখিয়ে বাড়ীর পাশে জঙ্গলে নিয়ে ধর্ষনের চেস্টা করে এক কিশোর। অভিযুক্ত ধর্ষক ওই কিশোরের বাড়ী পার্শবর্তী রুহিতা গ্রামে।
মঙ্গলবার সকাল ৯ টায় ভুক্তভোগী ওই কিশোরীর বাড়ীর পাশের জঙ্গলে আপত্তিকর অবস্থায় অভিযুক্ত ওই কিশোরকে আটক করে এলাকাবাসী। পরে বামনা থানায় খবর দিলে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে মামলা গ্রহনের প্রস্তুতি চলছে। ঘটনার প্রথম প্রত্যক্ষদর্শীরা এক নারী জানায়, সকালে ঘরের পিছনে কাজে বেড় হয়ে তিনি ঝোপের মধ্যে শব্দ শুনতে পায়। এগিয়ে গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে লোকজনকে খবরদিলে তারা এসে দুজনকে হাতে নাতে ধরে ফেলে।
স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য কাজল রেখা বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর সাথে কথা বলি এবং প্রাথমিক ভাবে বুঝতে পারি সে ধর্ষনের শিকার হয়েছেন। বামনা থানার অফিসার ইনচার্জ মো.বশিরুল আলম বলেন, স্থানীয় ইউপি সদস্য ঘটনাটি আমাকে মোবাইল ফোনে অবহিত করে। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।