ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিন আলমনগর গ্রামের ওমান দেশ প্রবাসী মোঃ জহিরুল ইসলামের বসতভিটের সামনের প্রায় ২৪ শতাংশ ভিটে জমি জবর দখল করে প্রভাবশালী প্রতিবেশীরা ঘর উঠিয়েছে বলে অভিযোগ করে চলেছেন ভুক্তভোগী প্রবাসী পরিবার। ওই প্রবাসী পরিবারের অসহাত্বর সুযোগে ক’দিন আগে প্রতিবেশী মীর আক্কাস আলী (৬০), দীপু মীর (৩০) মোঃ হবি প্রামানিক (৪৫) শেখ বাদশা (৫০) ও শেখ সুমন (২৬) সহ তাদের দলবল মিলে প্রবাসী পরিবারের শতবর্ষীয় পুরোনো ভিটে জমির উপর ঘর উঠিয়ে জবর দখল করে রেখেছে বলে অভিযোগ। স্বামীর স্বত্ত্ব টিকিয়ে রাখার জন্য প্রবাসীর স্ত্রী শাহানাজ আক্তার (৪১) ফরিদপুর কোর্টে ১৪৪ ধারায় এবং পরবর্তিতে ১৮৮ ধারায় দু’টি মামলা করে জমির উপর নিষেধাজ্ঞা জারী করেছেন। কিন্তু কোর্ট নিষেধাজ্ঞা অমান্য করে দখলদাররা বহাল তবিয়তে প্রবাসীর জমির উপর ঘর দরজা ও বাউন্ডারী বেড়া নির্মান করে চলেছেন বলেও অভিযোগ রয়েছে।
অবশ্য, এ ব্যপারে মঙ্গলবার এক দখলদার দীপু মীরকে জিজ্ঞেস করলে সে জানায়, “ ওই জমির বিরোধকে কেন্দ্র করে আগামী শনিবার স্থানীয়ভাবে এক সালিশ বৈঠক হওয়ার সিন্ধান্ত রয়েছে। সে ওই সালিশ বৈঠকে এ প্রতিবেদককে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন”।
আর প্রবাসীর অসহায় স্ত্রী ভুক্তভোগী শাহানাজ আক্তার জানায়, শতবর্ষীয় পুরোনো বাপ-দাদার পৈত্রিক ভিটেয় ওয়ারিশি বন্টনমতে জহিরুল ইসলাম পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। সদরপুর উপজেলার ২৮ নং দক্ষিন আলমনগর মৌজার বিএস ১২৮ নং ও ৯৬ নং খতিয়ানের মধ্যে ৯৫ নং ও ৯৬ নং দাগে প্রবাসীর মোট ভিটে জমি রয়েছ ৭৬ শতাংশ। কিন্তু জহিরুল ইসলাম দীর্ঘকাল ধরে বিদেশে থাকার ফলে অসহাত্বর সুযোগে বসতভিটের সামনের ২৪ শতাংশ উন্মুক্ত ভিটে জমি প্রতিবেশীরা জবর দখল করে নিয়েছে বলে অভিযোগ। প্রবাসীর স্ত্রী আরও জানান, নিজের ভিটে রক্ষা করার জন্য ফরিদপুর কোর্টে দু’টি মামলা দায়ের করার পরও দখলদাররা ভ্রক্ষেপ করে নাই। তারা কোর্ট নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ী ঘর নির্মান করেছে। দখলদারিত্ব বাধাঁ দিতে গেলে প্রবাসীর স্বপরিবারে প্রান নাশের হুমকী দিচ্ছে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি অভিযোগ দাখিল করার পরও ভালো ফল পান নাই বলেও তিনি জানান। প্রবাসীর স্ত্রী আরও জানায়, তার পরিবারে দু’টি মেয়ে ও একটি ছোট ছেলে রয়েছে। তাই একজন প্রবাসী পরিবারের অভিভাবক হিসেবে তিনি পারিবারিক নিরাপত্তা ও বেদখলীয় জমি ফিরে পাওয়ার দাবী জানিয়েছেন।