এক মাস অতিবাহিত হলেও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারিভাবে এক ছটাক ধানও সংগ্রহ হয়নি।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবছরও আমন মৌসুমে সরকার সারাদেশে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় সুরু করে। এরই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ উপজেলায় ১ হাজার ১২০ টাকা মণ দরে ১ হাজার ৬৬৯ মেট্রিক ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট দপ্তর ধান ক্রয়ের বরাদ্দ পাওয়ার পর গত ২৯/১১/২০২২ ইং তারিখ ধান সংগ্রহ কমিটির বৈঠক করে ধান সংগ্রহের জন্য সিদ্ধান্ত নেয়। এদিকে দীর্ঘ ১ মাস পেরিয়ে গেলেও সরকারিভাবে ধান ক্রয়ের কোন অগ্রগতি নেই। খোঁজ নিয়ে দেখা গেছে খাদ্য গুদামগুলোতে ধান সংগ্রহের কোন আনুষ্ঠানিকতা না হওয়ায় এক ছটাক ধানও সংগ্রহ হয়নি। এনিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাবিবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, এখনও কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য অন-লাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। সরকারি মুল্যের চেয়ে খোলা বাজারে ধানের মুল্য বেশি পাওয়ায় সরকারি গুদামে ধান সরবরাহে কৃষকদের কাছ থেকে তেমন কোন আগ্রহ পাওয়া যাচ্ছে না। তবে ইতোমধ্যে যে আবেদনগুলো পড়েছে শীঘ্রই তাদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ধান প্রদানে ইচ্ছুক কৃষকদের তালিকা প্রকাশ করা হবে।