গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়ায় অবস্থিত আশ্রায়ণ প্রকল্প-২ তে ৪ বছর অবস্থানের পরও ২৪ হতদরিদ্র পরিবারের ভাগ্যে জুটলোনা আশ্রায়ণের ঘর।
জানা গেছে, সরকার গৃহহীন, ভূমিহীন ও আশ্রয়হীন হতদরিদ্র মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিত করণের জন্য সারা দেশে আশ্রায়ণ প্রকল্প ও উপহারের ঘর প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বাদামের চরে ১০০ গৃহহীন ও আশ্রায়ণহীন হতদরিদ্র পরিবারের জন্য আশ্রায়ণ প্রকল্প-২ নামে ২০১৮ সালে গৃহ নির্মাণ করে দেয় সরকার। তৎকালীন উপজেলা প্রশাসন ১০০ হতদরিদ্র পরিবারের তালিকা প্রস্তুত করে ২০১৯ সালে তাদের নামে অলিখিতভাবে ঘর বরাদ্দ করে আশ্রয়ের ব্যবস্থা করেন। তখন থেকে ওই ঘরগুলোতে ১০০ পরিবারের ভালই কাটছিল দিন। তারা কায়িক শ্রম বিক্রি করে সংসার যাত্রা নির্ভর করতে থাকেন। কিন্তু ২০২২ সালে সেপ্টেম্বর মাসে ওই সকল পরিবারের মধ্যে ২৪ পরিবারের ভাগ্যে নেমে আসে কালো মেঘের ঘনঘটা। উপজেলা প্রশাসন বিভিন্ন অযুহাত দেখিয়ে তাদের ঘর ছাড়ার নিদের্শ দেয়। নির্দেশ পেয়ে ২৪ পরিবার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন জানিয়ে তাদের আদেশ ফিরিয়ে নেয়ার অনুরোধ করেন। কিন্তু উপজেলা প্রশাসন ওই সকল হতদরিদ্রের আকুতি কর্ণপাত না করে অক্টোবর/২২ মাসে ২৪ পরিবারকে স্থানীয় চেয়ারম্যান মঞ্জু মিয়ার যোগসাজসে জোড় পূর্বক বের করে দিয়ে স্বচ্ছল ও উপজেলার বিভিন্ন স্থানে বসতবাড়ী রয়েছে এমন পরিবারের নামে বরাদ্দ করেন। এ নিয়ে হতভাগ্য ২৪ পরিবার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের নামে ঘরগুলো পুনঃ বরাদ্দের ব্যবস্থা নেয়ার জন্য গত ০২/১১/২০২২ ইং মাননীয় প্রধানমন্ত্রী ও রংপুর বিভাগীয় কমিশনার বরাবর কাপাসিয়ায় উপহারের ঘর প্রদানে অনিয়মসহ তাদের নামে আশ্রায়নের ২৪টি ঘর বরাদ্দের ব্যবস্থা নেয়ার জন্য আবেদন জানায়। আবেদনের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক, গাইবান্ধাকে তদন্তের নির্দেশ দেয়। এদিকে জেলা প্রশাসকের দপ্তর থেকে অভিযোগকারীর মধ্যে আয়নালকে তার দপ্তরে ডেকে পাঠালে তিনি হাজির হয়ে সরেজমিন তদন্তের অনুরোধ জানান। কিন্তু তাদের অভিযোগের সরেজমিন কোন তদন্ত না হলেও তরিঘরি করে তাদের মনোনীত স্বচ্ছল ব্যক্তিদের নামে ঘরগুলো স্থায়ী ভাবে বন্দোবস্ত দেয়। হত ভাগ্য আয়নাল, কবির, কল্পনা, আনঞ্জুয়ারাসহ ২৪ পরিবার বর্তমানে বিভিন্ন স্থানে আত্মীয় স্বজনদের বাড়ীতে অবস্থান করছেন। তাদের আক্ষেপ ভরা সুর আমরা হতদরিদ্র, আশ্রায়ণহীন। আমাদের প্রতি নজর কেউ দিলেন না। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। জেলা প্রশাসক অলিউর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।