ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে গতকাল রোববার পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি জেপির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে এ উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি জেপি শহরে একটি বিশাল এক শোভাযাত্রা বের করে। পরে উপজেলা জাতীয় পার্টি জেপির কার্যালয়ের সামনে সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জাতীয় পার্টি জেপির সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টি জেপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, জেপির সহ-সভাপতি ও গৌরিপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরি, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপি’র উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক মামুনুর রশিদ সরদার।
এসময় জেপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকন সিকদার, সহ সম্পাদক শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, মো. ফিরোজ আলম, মো. মিজানুর রহমান সেন্টু মোল্লা, মো. রেজা আহম্মেদ দুলাল, মো. হুমায়ুন কবির হাওলাদার, মো. জামাল উদ্দিন লিটন,
পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি মো. মনির সরদার প্রমূখ। এছাড়াও জেপির সর্বস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র দলীয় প্রতীক সাইকেল মার্কার পক্ষে কাজ করার জন্য অঙ্গীকার করে ঐক্যবদ্ধ হন।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে মিলাদ মাহফিল, দোয়া মোনাজ ও মিষ্টি বিতরণ করা হয়।