চিরিরবন্দরে চুরি যাওয়া ৪ টি গরু উদ্ধার হয়েছে। গত ১ জানুয়ারী সকালে পার্বতীপুর উপজেলার মন্মথপুর চাকলার বাজার ও বানকাটার পাড় এলাকা থেকে গরুগুলি উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ১ সপ্তাহ পূর্বে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বেলতলী বাজারের পার্শ্ববর্তি আবদুল জলিলের বাড়ি থেকে ৪ টি গরু, একই ইউনিয়নের রসুলপুর গ্রামের আলম মাষ্টারের ১টি বিদেশী জাতের গরু, পার্শ্ববর্তি মামুদপুর গ্রামের কীটনাশক ব্যবসায়ী কামরুজ্জামানের ২ টি বিদেশী জাতের গরু ও হাটখোলা এলাকার রশিদুল হক ডাবলুর ২ টি বিদেশী জাতের গরু চুরি হলে চিরিরবন্দর থানা পুলিশ ব্যাপক তৎপরতা ও বিভিন্ন এলাকা, হাট-বাজার ও কসাইখানায় সোর্স লাগিয়ে নজরদারি বৃদ্ধি করে। ফলশ্রুতিতে চোরেরা গরুগুলি হজম করতে না পেরে পার্বতীপুর উপজেলার চাকলার বাজার ও বানকাটার পাড় এলাকায় রাতের আধাঁরে ছেড়ে দেয়। সকালে স্থানীয় এলাকাবাসী গরুগুলি দেখতে পেলে লোকমূখে জানাজানির পর গরুর মালিক আবদুল জলিল ও আলম মাষ্টার ঘটনাস্থলে গিয়ে গরু চিহ্নিত করে চিরিরবন্দর থানায় জানালে থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদের দ্রুত পদক্ষেপ, প্রচেষ্টা ও সহযোগিতায় গরুগুলি উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, গরু চুরি রোধে কঠোর তৎপরতা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আরো গরু উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। গরুচোরদের চিহ্নিত করার চেষ্টাসহ তাদের হাতেনাতে আটক করার চেষ্টা চলছে।