যশোরের ঝিকরগাছায় দিনব্যাপী গণসংযোগ করেছেন যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম।
শনিবার ঝিকরগাছা সদর ইউনিয়নের দোস্তপুর, পদ্মপুকুর, চাঁপাতলা, কাশিপুর ও চন্দ্রপুর গ্রামে এই গণসংযোগ করেছেন। এ সময় তিনি গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে তার ও পরিবারের খোঁজখবর নেন। মৃত আওয়ামী লীগ নেতাকর্মীদের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের খোঁজ নেন।
সাবেক প্রতিমন্ত্রী নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের ২২তম সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন। সে লক্ষ্যে কাজ করছে সরকার। এ সময় তিনি তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞ্যানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ব্যাপারে তাগাদা দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জামশেদ আলীর কবর জিয়ারত করেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের বাড়িতে গিয়ে সন্ত্রাসী হামলায় তার নিহত ভাইয়ের পরিবার ও তার পরিবারের খোঁজখবর নেন। ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমীর হোসেন, আওয়ামী লীগ নেতা হাফিজুর মৌরি, হাতেম আলীর বাড়িতে যান ও পরিবারের খোঁজ নেন।
গনসংযোগকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন তার ছেলে যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা আশিষ ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি মো. আতিয়ার মোড়ল, আওয়ামী লীগ নেতা আবদুস সামাদ, মোজাম্মেল হক, কাশেম আলী, হাফিজুর রহমান, উপজেলা যুবলীগ সদস্য মো. শাহেদুর রহমান শিপলু প্রমূখ।