রোববার সারা দেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে। পাঁচবিবি ছমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এ্যাড. সামছুল আলম দুদু।
বিদ্যালয়ের চত্ত্বরে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ জাহিদুল হক। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, রাশেদুল ইসলাম, উপজেলা ইন্সপেক্টর মোফাখখারুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদুর রহমান রানা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুম মনিরা প্রমুখ। এবার উপজেলার ৩১৬টি সরকারি-বেসরকারি মাধ্যামিক ও প্রাথমিক বিদ্যালয়, কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা ও এনজিও পরিচালিত বিদ্যালয়ের ৪৯ হাজার ৬শ ৩০জন শিক্ষার্থীর মাঝে ২লক্ষ ১০টি পাঠ্য পুস্তক বিতরণের উদ্বোধন করা হয়।