বরগুনার বামনায় ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন পাঠ্যবই। উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব করে বিতরণ করা হয় নতুন বই। কোন কোন বিদ্যালয়ে ফুলের মোড়কে বইগুলো সাজিয়ে ছোট ছোট সোনামনিদের দেওয়া হয়। নতুন বই পেয়ে মহা খুশি বিদ্যালয় গুলোর শিক্ষার্থীরা। নতুন বই বুকে চেপে উচ্ছ্বসিত শিশুরা বাড়ি ফেরে।
উপজেলা সদরের কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু ও সদ্য যোগদান করা উপজেলা নিবার্হী কর্মকর্তা অন্তরা হালদার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ে, ২৩টি দাখিল মাদ্রাসায় ১লাখ ১৯ হাজার নতুন বই বিতরন করা হয়েছে।
এছাড়া প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানাগেছে,উপজেলার ৬২টি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি মাদ্রাসায় ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৪৮ হাজার ৯২৪ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
নতুন বই হাতে পাওয়া উপজেলার পূর্বসফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সৃজনী হাওলাদার নতুন বই বুকে চেপে আনন্দে বলে, “ নতুন বইয়ের পেয়েছি খুব ভাল লাগছে।
নতুন বই হাতে পাওয়া উপজেলার পূর্বসফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী প্রতিভা মালাকর নতুন বই বুকে চেপে আনন্দে বলে, “ নতুন বইয়ের পেয়েছি খুব ভাল লাগছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় চলমান করোনা পরিস্থিতির মধ্যেও ইংরেজি বছরের প্রথম দিনে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই পৌছে দিয়েছে। নতুন বই ছাপিয়ে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া বর্তমান সরকারের একটা চ্যালেঞ্জ ছিলো। সরকার সে চ্যালেঞ্জে সফল হয়েছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু বলেন, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বছরের প্রথম দিনেই ছোট ছোট সোনামনিরা বিনামূল্যে ফুলে মোড়ানো নতুন বই পেয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই বছরের প্রথম দিনে বই হাতে পাওয়া সম্ভব হয়েছে।