বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের পূর্ব বুকাবুনিয়া গ্রাম থেকে ১০টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত চোর সন্দেহে শুক্রবার রাতে বাবা ও ছেলেকে আটক করেছে বামনা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পূর্ব বুকাবুনিয়া গ্রামের, কামাল খান ও তার ছেলে সাইফুল।
থানা ও স্থানীয় সুত্রে জানাযায়,পার্শ্ববর্তী বামনা সদর ইউনিয়নের নিজআমতলী গ্রামের আবদুস শুকুর আকন, আবদুল কুদ্দুস ও আবদুল খালেকের কিছুদিন পূর্বে ৩টি গরু চুরি হয়। গোপন তথ্যের ভিত্তিতে ওই তিন গরুর মালিক শুক্রবার রাতে কামাল খানের গোয়াল ঘরে তাদের চুরি হওয়া গরু চিহ্নিত করে স্থানীদের খবর দেন। পরে বামনা থানা পুলিশকে খবর দিলে বামনা থানার অফিসার ইনচার্জ মো.বশির আলম এর নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে চোরদের আটক করে এবং কামালের খানের গোয়াল ঘর থেকে দশটি চোরাইকৃত গরু উদ্ধার করে বামনা থানায় নিয়ে আসে।
বামনা থানার অফিসার ইনচার্জ মো.বশির আলম জানান তাদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মালিকদের গরু ফেরত দেওয়া হবে।