কিশোরগঞ্জের কটিয়াদীতে যুবলীগ নেতা তানভীরুল হক রাহাতের নেতৃত্বে বিজয় দিবসের র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার র্যালীটি কটিয়াদী কলেজ গেইট থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে বাসস্ট্যান্ড আইন উদ্দিন চত্বরে শেষ হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তানভীরুল হক রাহাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাইন উদ্দিন, ছাত্র নেতা ওয়াজেদ, যুব নেতা তনু ঘোষ, শামসুল ইসলাম, মনসুর মিয়া, ইছহাক মিয়া, মুখলেছ উদ্দিন ও রায়হান মিয়া।