যশোরের চৌগাছায় স্মার্ট কার্ড বিতরন কার্যক্রম পরিদর্শন করেছেন যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা আশীষ ইসলাম। শুক্রবার (৩০শে ডিসেম্বর) তিনি চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের ১ও ৬ নং ওয়ার্ডের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রমে পরিদর্শন করেন।
এদিন, ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত চুটাহুদা, সান্চাডাঙ্গা ও মাধবপুরের ৩৬৬৩ জন ভোটারকে খড়িঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন করা হয়।
উল্লেখ্য, চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন শুরু হয়েছে ৭ই ডিসেস্বর থেকে যা পর্যায়ক্রমে শেষ হবে আগামী পহেলা ফেব্রুয়ারী। ইতোধ্যে চৌগাছা ইউনিয়ন, সিংহঝুলি, ধুলিয়ানী, সুখপুকুরিয়া ও পাশাপোল ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শেষ হয়েছে। আগামী ২ জানুয়ারী স্বরুপদাহ ইউনিয়নে এ কার্যক্রম সম্পন্ন হবে।
পরিদর্শনকালে মোস্তফা আশীষ ইসলামের সাথে ছিলেন, চৌগাছা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক, মোঃ ইব্রাহিম হোসেন, ইউপি সদস্য, মোঃ রাজীব হোসেন, ইউপি সদস্য, আবদুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, মোঃ আবু, যুবলীগ নেতা হাসানুর রহমান লাল্টু ও সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শামীম হোসেন।
পরিদর্শনকালে কার্ড প্রদানের বিভিন্ন ধাপ বুঝিয়ে দেন বিতরন টিমের লিডার মোঃ মোতাহের হোসেন ও জুনিয়র টিম লিডার হারুন আর রশিদ।