শ্রীমঙ্গলে মহিষ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মহিষ পালনকারীদের মধ্যে ভিটামিন মিনারেল প্রিমিক্স ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষন কক্ষে ১০৪৭ টি মহিষের জন্য ২১৬ জন খামারীর মাঝে ৮৬৪ কেজি ভিটামিন মিনারেল প্রিমিক্স ও ২১৬০ টি কৃমিনাশক ওষুধ বিতরন করা হয়।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এজেডএম ওয়াহিদুল আলম।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বিকাশ রঞ্জন দেব, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএপএ) অজিত দেবনাথ প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক বলেন, ‘মহিষ পালনে আগ্রহী করে তুলতে আমরা বিভিন্ন সময়ে ভিটামিন ট্যাবলেটসহ নানা সুযোগ-সুবিধা দিয়ে থাকি। বিনামূল্যে সেবা প্রদানসহ এধরনের কার্যক্রমে খামারিসহ অন্যান্য কৃষক মহিষ পালনে আগ্রহ প্রকাশ করছে’।