নতুন বছরে শুরুতেই দেশব্যাপী একসাথে বই বিতরণ উৎসব পালিত হবে। যশোরের ঝিকরগাছায় বইয়ের সামান্য ঘাটতির মধ্য দিয়েই বই বিতরণ উৎসব পালিত হবে। ৩ লাখ ২৮ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী বই পাওয়ার আনন্দে উৎসবে মেতে উঠবে।
১ জানুয়ারী রোববার ঝিকরগাছা উপজেলা ব্যাপী প্রাক প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসব পালিত হবে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অনেক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলায় ১৩১ টি এবং ৩৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাক প্রাথমিক শ্রেণির ৬ হাজার ৯৮ জন শিক্ষার্থীদের মাঝে একটি বই বাদে খাতা বিতরণ করা হয়েছে। প্রথম শ্রেণির ৬ হাজার ৭৪৩ শিক্ষার্থীদের মাঝে বাংলা, গণিত এবং ইংরেজি তিনটি বইয়ের সব কয়টি বই দেয়া হয়েছে। দ্বিতীয় শ্রেণির ৬ হাজার ৪৪৮ শিক্ষার্থীর মাঝে তিনটি বইয়ের সব বই বিতরণ করা হয়েছে। তৃতীয় শ্রেণির ৬ হাজার ৩২৬ শিক্ষার্থীর মাঝে ৬ টি বইয়ের মধ্যে ইংরেজি, সমাজ এবং ধর্ম বিতরণ করা হলেও বাকী ৩ টি বই এখনও সরবরাহ না হওয়ায় বিতরণ করা সম্ভব হয়নি। একই ভাবে চতুর্থ শ্রেণির ৫ হাজার ৯২১ জন ও পঞ্চম শ্রেণির ৫ হাজার ৮৯৮ জন শিক্ষার্থীর মাঝে ইংরেজি, সমাজ বিজ্ঞান ও ধর্ম বই বিতরণ করা হলেও বাকী বই বিতরণ করা সম্ভব হয়নি। তবে খুব দ্রুতই বইয়ের সরবরাহ পেলেই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
ঝিকরগাছ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩৭ হাজার ৪৩৪ টি, এখানে ৩৭ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী পড়াশোনা করে। এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩৩ টি, এখানে প্রায় ১১ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে।
বই বিতরণ সম্পর্কে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমত আরাকে ফোন করলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে বই সরবরাহের তথ্য জানা গেছে, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের কোন বইয়ের সরবরাহ নাই। সপ্তম শ্রেণীতে শিক্ষার্থী রয়েছে ৪ হাজার ৯০০ জন। এই শ্রেণির ১৪ টি বইয়ের মধ্যে ৪ টি জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য ও সুরক্ষা এবং শিল্প সংস্কৃতি সরবরাহ পেয়েছে। অষ্টম শ্রেণির ৪ হাজার ৬০০ জন শিক্ষার্থীর ১৪ টি বইয়ের সব কয়টি বইয়ের সরবরাহ পেয়েছে। নবম শ্রেণির ৪ হাজার ৪০০ শিক্ষার্থীর গ্রামার বই এবং উচ্চতর গণিত বাদে সকল বইয়ের সরবরাহ মাধ্যমিক শিক্ষা অফিসে চলে এসেছে।
মাদ্রাসা প্রতিষ্ঠানে এবতেদায়ী বিভাগের সর্বমোট ৩২ হাজার ৬৫০ জন শিক্ষার্থী রয়েছে। এরমধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই এখনো আসেনি। তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণি, ষষ্ঠ শ্রেণির ১ হাজার ৬০০ এবং সপ্তম শ্রেণির ১ হাজার ৪৫০ শিক্ষার্থীদের সব বই চলে এসেছে। অষ্টম শ্রেণির ১ হাজার ৩০০ জন ও নবম শ্রেণির ১ হাজার ২০০ জন শিক্ষার্থীর একটি করে বইয়ের সরবরাহ এসেছে।
ঝিকরগাছা উপজেলায় হাইস্কুল এবং মাদ্রাসায় ২ লাখ ৮০ হাজার ২০০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর বলেন - আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে দিয়েছি, সেখান থেকেই বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসব পালিত হবে। এছাড়াও ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীসহ কিছু বই বাকী আছে, খুব শীঘ্রই সেগুলো দেয়া হবে। ২০২৩ সালের প্রথম দিনে বই বিতরণ উৎসবে ৩ লাখ ২৮ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী নতুন বই পাওয়ার আনন্দে উৎসবে মেতে উঠবে।