যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী বদরুদ্দীন মুসলিম হাইস্কুলে শিক্ষার্থীদের হাতে ফলাফল প্রদান, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ঝিকরগাছা বি এম হাইস্কুলের মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক আবদুস সামাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাহিত্যিক, গবেষক হোসেন উদ্দীন হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সাত্তার, উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, ইন্জিনিয়ার আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক শাহাজান কবীর, নাজমুস সাকিব, মাহমুদ মুকুল,শিক্ষক বেনজির আহমেদ, তৌহিদুল ইসলাম, ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষিকা রোজী মৃধা।