সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকালে শহরের সরকারি কলেজ মোড় থেকে গণমিছিলটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাওয়ার হাউজ রোড মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ উত্তর সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মো: জিল্লুর রহমান।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ এখন সোচ্চার। পুলিশ দিয়ে গণআন্দোলন ঠেকানো যাবে না। এ সময় তারা দ্রুত বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুলসহ বিএনপির গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। একইসাথে সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান।