কিশোরগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে গুরুদয়াল সরকারি কলেজ অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামালুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জাওয়াদ আফনান, পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, গুরুদয়াল সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম রব্বানী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দীন ফারুকী, সিনিয়র সাংবাদিক মু আ লতিফ। শব্দদূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে বিশেষ আলোচনা উপস্থাপন করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. মুদাচ্ছির মাহমুদ। প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক ফজলে এলাহি। এতে পেশাজীবি, সাংবাদিক ও বেসরকারী সংস্থার দেড়শতাধিক প্রতিনিধি অংশ নেয়।