গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১২নং কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান কর্তৃক ঈদগাহ মাঠের মধ্য দিয়ে তিস্তা সেতুর সংযোগ সড়ক নির্মাণের ষড়যন্ত্রে এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ ফুসে উঠেছেন। এতে সম্ভাব্য সহিংসতার সম্ভাবনা দেখা দিয়েছে।
জানা গেছে, উপজেলার হরিপুর-চিলমারী পর্যন্ত তিস্তা সেতুর নির্মাণ কাজ চলছে। এলজিইডির সার্বিক তত্ত্বাবধানে এ সেতুর সাথে কয়েকটি সংযোগ সড়কের কাজ করছেন বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান। এরই অংশ হিসেবে পাঁচপীর বাজার থেকে ধুবনী-বেলকা সড়কের সংযোগ স্থাপনের জন্য নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদার। এদিকে ১২নং কঞ্চিবাড়ী ইউপি কমপ্লেক্সে পশ্চিম পাশের্^ অনুমোদিত নকশা অনুযায়ী সেখানে অবস্থিত শিমুল গাছের পূর্ব পাশর্^ দিয়ে চলমান ম্যাপিং সড়ক অনুসরণ করে সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমি হুকুম দখল করেন। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার পরিকল্পিত ভাবে ম্যাপিং রাস্তাটি বাউন্ডারী ওয়াল দিয়ে ঘিরে নিয়ে সড়কটির বিকৃতি ঘটান এবং সড়ক সংলগ্ন ঈদগাহ মাঠের মধ্য দিয়ে যানবাহনসহ সাধারণের চলাচলে বাধ্য করেন। এ ছাড়া চেয়ারম্যান মাঠের মধ্য দিয়ে সাময়িকভাবে যানবাহন ও সাধারণের চলাচলের রাস্তাটি পাকা করণের জন্য ষড়যন্ত্র করছেন। এতে করে মাঠের মধ্যে দিয়ে সংযোগ সড়কটি নির্মাণ হলে স্থান সংকুলানের অভাবে শত শত মুসল্লির ঈদের নামায আদায়ে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে। এনিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগণ তীব্র প্রতিবাদ অব্যাহৃত রেখেছেন। স্থানীয় পেশ ইমাম ক্বারী আলহাজ¦ তমছের, ইমাম কাজল ইসলাম, মুসল্লি আবদুস ছালাম, রেজাউল, জর্জিসসহ এলাকার সর্বস্তরের মুসল্লিরা জানান ঈদগাহ মাঠের মধ্য দিয়ে সড়কটি নির্মাণ করা হলে মাঠের আয়তন একেবারেই বিনষ্ট হবে। স্থানীয় শত শত মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবে না। তাই মাঠটির অস্তিত্ব রক্ষার সার্থে মাঠের মধ্য দিয়ে সড়ক নির্মাণে চেয়ারম্যানের ষড়যন্ত্র কোন অবস্থাতেই মেনে নেওয়া হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠটি রক্ষার সার্থে অনুমোদিত ম্যাপিং নকশা অনুসরণ করেই সংযোগ সড়কটি নির্মাণ করবেন এ দাবী করছি। এ ব্যাপারে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম বলেন, সংযোগ সড়কটি নির্মাণে অনুমোদিত ম্যাপিং নকশা অনুসরণ অবশ্যই করা হবে। এতে কার ক্ষতি হলো কার লাভ হলো তা দেখার বিষয় নয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ বলেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদয় ভালো বলতে পারবেন। গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সাথে মুঠো ফোনে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।